সপ্তমবার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ ভারতের, প্রথমবার এশিয়া কাপের শিরোপা জয় শ্রীলঙ্কার 

Ind vs Sri


সপ্তম বার মহিলা এশিয়া কাপের ফাইনালে জেতা হলো না ভারতীয় মহিলা ক্রিকেট দলের। প্রথম বার এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কান মহিলা ক্রিকেট দল। আজ মহিলা এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এর আগে পাঁচবার রানার্স হয়েছিল শ্রীলঙ্কা কিন্তু এবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা জয় করল শ্রীলংকা।

প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়িয়ে বাড়ি, ১৬৫ রানের ইনিংস গড়ে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। শেফালি বর্মার ১৯ বলে ১৬ রান করে আউট হন। অর্ধশতরান করেন অপর ওপেনার স্মৃতি মন্ধানা। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হরমনপ্রীত। ১১ রান করেন তিনি। শেষ দিকে মন্ধানাকে সঙ্গ দেন জেমাইমা রদ্রিগেস ও রিচা ঘোষ। তিন জন মিলে দলের রান ১৫০ পার করেন। মন্ধানা ৪৭ বলে ৬০ রান করে আউট হন। জেমাইমা ১৬ বলে ২৯ ও রিচা ১৪ বলে ৩০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারেই আউট হন গুনরত্নে। এই ম্যাচে ভারতের বোলিং ভাল হয়নি। যেমন উইকেট ফেলতে পারেনি ভারত তেমনি মিস করছিল ফিল্ডিংও। ৬১ রান করে আউট হন আতাপাত্তু। হর্ষিতা ও কবিশা দিলহারি তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন। অর্ধশতরান করেন হর্ষিতা। হর্ষিতা ৬৯ ও কবিশা ৩০ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রীলঙ্কা। ৮ উইকেটে ম্যাচ জিতে প্রথম বার এশিয়া কাপের শিরোপা জয় শ্রীলঙ্কার।