Latest News

6/recent/ticker-posts

Ad Code

Janhvi Kapoor hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাহ্নবি

Janhvi Kapoor hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাহ্নবি
Janhvi Kapoor
photo: jahnvi kapoor insta


অনন্ত অম্বানী (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchent) বিয়ের মধ্যমণি ছিলেন জাহ্নবি (janhvi kapoor) , কিন্তু সেখান থেকে সোজা হাসপাতালে ভর্তি হতে হলো নায়িকা জাহ্নবি কাপুর (janhvi kapoor)! ভক্তদের জন্য খারাপ খবর, দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন শ্রীদেবী কন্যা।

Janhvi Kapoor
photo: jahnvi kapoor insta

জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) জেরে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন এই বলিউড সুন্দরী (janhvi kapoor)।

Janhvi Kapoor
photo: jahnvi kapoor insta

জানাগেছে, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরার পথে এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ করছিলেন জাহ্নবি (janhvi kapoor)। শারীরিক অবস্থা আরও খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Janhvi Kapoor
photo: jahnvi kapoor insta

তবে এয়ারপোর্টের সেই খাবারের জেরেই জাহ্নবি (janhvi kapoor) ফুড পয়জনিংয়ের (Food Poisoning) শিকার কিনা- তা স্পষ্ট জানা যায়নি।

Janhvi Kapoor
photo: jahnvi kapoor insta

এদিকে মেয়ের অসুস্থতার খবর স্বীকার করেছেন বনি কাপুরও। প্রযোজক নিজে দু-দিন আগে কলকাতায় হাজির হয়েছিলেন সিসিএলের জয়ের সেলিব্রেশনের অংশ হতে। তবে আচমকা মেয়ে জাহ্নবির অসুস্থ হয়ে পড়ার খবরে মুম্বাই ফিরেছেন তিনি। বর্তমানে মেয়ের পাশেই রয়েছেন বনি কাপুর।

Janhvi Kapoor
photo: jahnvi kapoor insta

সংবাদমাধ্যমকে তিনি জানান, জাহ্নবি আপতত আগের চেয়ে ভালো আছেন। তবে আরও দু-দিন হয়ত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। শুক্রবার কিংবা শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেত্রী জাহ্নবি (janhvi kapoor)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code