ইউরো থেকে বিদায় পর্তুগালের, শেষ চারে ফ্রান্স

Euro Cup


ইউরো কাপ সফর শেষ রোনাল্ডোদের। ফ্রান্সের কাছে হেরে ইউরো থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। এদিন ইউরো কাপের মঞ্চে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি দুই দলের কেউই। শেষমেষ খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে ইউরোর শেষ চারে পৌঁছে গেল ফ্রান্স।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল পর্তুগাল। জালে বল গড়ানোর বেশ কয়েকটা সুযোগ আসলেও জালে বল ঢোকাতে পারেননি রোনাল্ডোরা। ম্যাচের ৬০ মিনিট পর ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি বক্সে ঢুকে শট নিলেও ফ্রান্সের গোলকিপার মাইক মেইগনান ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকান বল। পোস্টের পাশ থেকে রোনাল্ডোর শটও আটকে দেন গোলকিপার। এরপর আক্রমণে ফ্রান্স মিস করেন কয়েকটা সুযোগ। অতিরিক্ত সময়ে পর্তুগালের সামনে ভাল সুযোগ থাকলেওন শট নিয়ে জালের বাইরে বল বের করে দেন পর্তুগালরা।

পেনাল্টি শুটআউটে পর্তুগালের হয়ে পেনাল্টি মিস করেন জোয়াও ফেলিক্স। ফ্রান্স জিতল ৫-৩ গোলে। আর জয়ের সাথে সাথেই পর্তুগাল বিদায় নিল আর ফ্রান্স চলে গেল ইউরোর শেষ চারে। সেমি ফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স।