শরিকদের মন জয় করতে বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা অর্থমন্ত্রীর
তৃতীয় মেয়াদের মোদী সরকারে আজ পূর্ণাঙ্গ বাজেট পরিবেশন করলো অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেট পেশের শুরুতে নির্মলা বলেন, 'দেশের মানুষ ফের মোদির ওপর আস্থা রাখায় ধন্যবাদ। তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। দেশের অর্থনীতির বিকাশের হার ঊর্ধ্বমুখী। বিকাশের এই ধারা বজায় থাকবে।
কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে গবেষণার উপর জোর দেওয়া হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক নানা ডামাডোলের মধ্যেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার স্থিতিশীল। বাজেট পেশের শুরুতেই জানান অর্থমন্ত্রী নির্মলা। পাঁচ রাজ্যে কিসান ক্রেডিট কার্ড চালু করার কথা জানালেন অর্থমন্ত্রী। ছোট সংস্থাগুলির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি ও নতুন চাকরি প্রার্থীদের জন্য প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা। বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশের সাথে উত্তরাখণ্ড ও সিকিমকেও সাহায্য। পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা।
সরকার শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা-রূপো এবং মোবাইল ফোনের। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊