শিশু চুরি করবার চেষ্টা , হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল জনতা, ব্যাপক উত্তেজনা

Siliguri news


এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রসঙ্গত জানা গেছে, প্রকাশ্য একটি শিশুকে হাত ধরে চুরি করবার চেষ্টা করছিল এক মহিলা।হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল জনতা। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছরায় শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে।স্থানীয় সুত্রে জানাগেছে, এক মহিলা তার ৫ বছরের শিশু কন্যাকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে এসেছিল চিকিৎসা করাবার জন্য । সূত্রে খবর এরপর সেখানেই সেই শিশুটির মা তাকে একটি অচেনা মহিলার কাছে রেখে শৌচালয়ে যান।এই সুযোগ নিয়ে ছোট্ট শিশুটিকে নিয়ে পালাবার চেষ্টা করে ওই মহিলা।তবে বিষয়টি বুঝতে পারে এক যুবক, সেখানে থাকা এক যুবক বিষয়টি বুঝতে পেরে দৌড়ে গিয়ে মহিলাটিকে পাকরাও করে এবং তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে।বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। পরবর্তীতে মহিলাটিকে কোনক্রমে জনতার হাত থেকে বাচিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।এরপর মহিলাটিকে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।বুধবারের দিনদুপুরে এমন প্রকাশ্য শিশু চুরির ঘটনায় রীতিমতো আতংকিত হাসপাতালে আসা রোগী পরিজনেরা।