বিজেপি কর্মীকে গ্রেপ্তারির প্রতিবাদে গঙ্গাজলঘাটি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপির

Deputation


বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে গঙ্গাজলঘাটি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপির। গত শনিবার গঙ্গাজলঘাটির নবগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের এক ঘটনা ঘটে । আর এই ঘটনায় তৃণমূল আঙুল তুলে বিজেপির দিকে। এরই পরিপ্রেক্ষিতে গঙ্গাজলঘাটি থানার পুলিশ অগ্নি সংযোগের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নবগ্রামের প্রদীপ বাউরি নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে কোর্টএ তোলে।

তৃনমূল নেতৃত্বের অঙ্গুলিহেলনে এক নির্দোষ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগ তুলে আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে মিছিল করে গিয়ে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে পুলিশের সাথে হালকা ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের।

স্থানীয় বিজেপির দাবি, প্রদীপ বাউরী নির্দোষ, শুধুমাত্র বিজেপি করার অপরাধে তৃনমূল নেতাদের কথায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত প্রদীপ বাউরীকে অবিলম্বে ছাড়া না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছে বিজেপি।




অপরদিকে তৃনমূল নেতৃত্ব অবশ্য প্রদীপ বাউরীর গ্রেফতারিতে তৃণমূলের হাত থাকার অভিযোগ মানতে নারাজ।