Recruitment to the posts of ANGANWADI WORKER (AWW) and ANGANWADI HELPER (AWH)

Recruitment to the posts of ANGANWADI WORKER (AWW) and ANGANWADI HELPER (AWH)
Anganwadi Workers


Anganwadi Vacancy 2024 Notification Out, Anganwadi Jobs 2024 Form Online,  Anganwadi Recruitment 2024 Apply Online,




কোচবিহার জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের আবেদন গ্রহন শুরু হয়েছে। অনলাইনে করা যাবে আবেদন ।

কোচবিহার জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের আবেদন গ্রহন শুরু হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের Office Of The Child Development Project Officer অফিস থেকে। এখানে আবেদন করতে পারবেন যোগ্য এবং ইচ্ছুক মহিলা প্রার্থীরা।

কোচবিহার জেলার ব্লক ভিত্তিক নিয়োগ করা হচ্ছে Anganwadi Workers এবং Anganwadi Helpers পদে। এই দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে, 01/01/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে। আবেদনকারী প্রার্থীদের জন্মতারিখ থাকতে হবে 01/01/1989 থেকে 01/01/2006 এর মধ্যে।

Anganwadi Workers এবং Anganwadi Helpers পদে আবেদন করার জন্য আবেদন কারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেই আবেদন করতে পারবেন।


প্রকাশিত নোটিশে Anganwadi Workers এবং Anganwadi Helpers পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে উক্ত পদে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 90 নাম্বারের মধ্যে ও ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 10 নাম্বারের মধ্যে।


West Bengal Anganwadi Worker & Helper Syllabus 2024

1) মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ (ক্লাস-VII) – 15 নাম্বার।
2) পাটিগণিত (M.C.Q টাইপ ক্লাস VII স্ট্যান্ডার্ড) – 20 নাম্বার।
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা (M.C.Q টাইপ) -15 নাম্বার।
4) ইংরেজি(প্রার্থীদের ইংরেজি ভাষার সহজ এবং প্রাথমিক জ্ঞান), VII/IX ক্লাসের ইংরেজি অনুবাদ – 20 নাম্বার।
5) সাধারণ জ্ঞান(M.C.Q) – 20 নাম্বার।


কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে Anganwadi Workers এবং Anganwadi Helpers পদে নিয়োগ করা হচ্ছে। যেমন – মাথাভাঙ্গা -1 ও 2 নং, সিতাই, শীতলকুচি। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অবিবাহিত, বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ সকল যোগ্য মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তা দেখে নিন।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন- Notification

আবেদন করতে ক্লিক করুন- Online Apply