Bangladesh: বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Sheikh Hasina


বৃহস্পতিবার বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিবিসি সূত্রে খবর- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি”।

ইতিমধ্যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের ঢেউ দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আন্দোলনরত ছাত্র মৃত্যুর ঘটনায় নিন্দা জানাচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষানুরাগী ব্যক্তিরা। এখনো পর্যন্ত পাওয়া খবরে ৬ জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে।

জানাগেছে আগামীকাল বাংলাদেশে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়িও চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের বৃহস্পতিবারের কর্মসূচি সফল করার আহবানও জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে।



protesting students in Bangladesh
photo: collected



এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করে। তিনি বলেন- ''আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকৈ ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হতে হবে না।"

তিনি বলেন, ''আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী ঘটনা চালিয়েছে, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ''

protesting students in Bangladesh
photo: collected

এদিন জাতির উদ্দেশ্যে তিনি বলেন- "কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে।আমি আন্দোলনরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যেকোনো সময়ে সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতিসাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা-মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন থাকবে, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন।"

protesting students in Bangladesh
photo: collected


শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ''সরকার হাইকোর্টের রায়ৈর বিরুদ্ধে আপিল করেছে। আদালতে শুনানির তারিখ রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়ছে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে সকলকে অপক্ষো করার অনরোধ করছি।''