নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড
ওলি ওয়াটকিন্সের দুর্দান্ত ফিনিশে ইংল্যান্ড পেয়ে গেল ইউরো (Euro Cup 2024) ফাইনালের টিকিট। শেষের পথে ৯০ মিনিট। দুদলের কোচ তৈরি অতিরিক্ত সময়ের জন্য। এরই মধ্যে পরিবর্ত হিসেবে নামা ওলি ওয়াটকিন্সের দুর্দান্ত শট গড়ালো জালে। আর ইউরোর ফাইনালের টিকিট কাটা হয়ে গেল ইংল্যান্ডের।
শুরুতে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ইংল্যান্ডের ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে নিয়ে সিমন্সের বুলেট গতির শটে প্রথম গোল। পেনাল্টি থেকে সমতা ফেরানোর পরে হ্যারি কেন। বেশ কিছু সুযোগ আসলেও গোল করতে ব্যর্থ হন দুই দলই। শেষমেশ ৯০ মিনিটের আগে আগে গোল করে নায়ক হয়ে যান ওয়াটকিন্স।
ওয়াটকিনসের গোলই টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে পৌঁছে দিল ইংল্যান্ডকে। নেদারল্যান্ডসের স্বপ্ন শেষ। স্বপ্ন ভাঙল কমলা ব্রিগেডের কোচ রোনাল্ড কোম্যানেরও। ১৯৮৮ সালে ইউরোপসেরা হয়েছিল ডাচরা। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বর্তমান ডাচ কোচ। খেলোয়াড় হিসেবে ইউরো জেতার পাশাপাশি কোচ হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি থাকলেও ব্যর্থ সেই হাতছানি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊