কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা

Messi


কোপা আমেরিকার সেমিফাইনালে এবারের টুর্নামেন্টে প্রথম গোল করলেন লিওনেল মেসি। আর আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান অ্যালভারেজ। ২-০ গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।

ফুটবল প্রেমীদের চমক দিয়ে এবছর কোপার সেমি ফাইনালে উঠেছিল কানাডা। কিন্তু সেমি ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে কোপা থেকে বিদায় নিতে হল কানাডাকে‌। দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। পাশাপাশি কানাডাও নিজেদের সেরাটাই তুলে ধরেছিল।

দলগত শক্তি, রণকৌশল বা ব্যক্তিগত ফুটবল দক্ষতা— কোনও ক্ষেত্রেই আর্জেন্টিনাকে তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি কানাডার ফুটবলারেরা। তবে আগ্রাসী ও ইতিবাচক খেলার চেষ্টা করেছিল কানাডা।

আর্জেন্টিনার প্রথম গোল ম্যাচের ২৩ মিনিটে। মাঝমাঠ থেকে ডিপল বল বাড়ান অ্যালভারেজকে। কানাডার রক্ষন ভেঙে বল জড়ান জালে। দ্বিতীয় গোলটি আসে ৫১ মিনিটে। গোলটি করেন মেসি। আর এই গোল দিয়ে ইরানের আল দায়িকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার অধিনায়ক।