পুলিশের মানবিক মুখ, নাবালিকাকে তুলে দিলো মায়ের হাতে

Police rescue

বারাসাতঃ 

মানবিক পুলিশ। পুলিশের তৎপরতায় মা ফিরে পেলো তার নাবালিকা মেয়েকে। স্কুলের পোষা পরে মোহনপুরের কুন্ডু বাড়ি থেকে সপ্তম শ্রেণির ছাত্রী প্রিয়া সিং বেরিয়েছিলো ওয়াশলি হিন্দুস্থান হাই স্কুলের উদ্যশ্যে। বারাকপুর ওয়াললেস মোড় থেকে ভুল বাসে উঠে পড়ায় স্কুলে না পৌছে সে চলে আসে বারাসাতের হেলাবটতলায়। বাস থেকে নেমে সম্পূর্ণ অপরিচিত জায়গা দেখে সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। 


পথচলতি এক ব্যক্তি প্রিয়াকে কাঁদতে দেখে তাকে কারণ জিজ্ঞেস করতেই সে পুরো বিষয়টি বললে তিনি ট্রাফিক পুলিশের কাছে সাবালিকাকে নিয়ে যায়। এরপরেই বারাসাত থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে নাবালিকার ঠিকানা জেনে মোহনপুর থানার সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে প্রিয়ার মা মৌসম সিং এর সঙ্গে যোগাযোগ করে। দুই থানার পুলিশের উদ্যোগে অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হয় তার মেয়েকে। মাকে ফিরে পেয়ে পুলিশ কাকুদের ধন্যবাদ জানায় প্রিয়া। 


সে বলে তাড়াহুড়োয় ভুল বাসে উঠে পরে ছিলাম। বাস থেকে নেমে অপরিচিত জায়গা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো আর বাবা মায়ের কাছে ফিরতে পারবো না। পুলিশ কাকুদের সাহায্যে মা কে পেয়ে খুব ভালো লাগছে। প্রিয়ার মা মৌসমও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।।