Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাঙ্ক অফ বরোদায় একাধিক শূন্যপদে নিয়োগ, এখনি করুন আবেদন

Bank Of Baroda Recruitment 2024


recruitment

ব্যাঙ্ক অফ বরোদায় কাজের সুযোগ। মানবসম্পদ আধিকারিক পদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সমস্ত তথ্য বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। ২ রাত জুলাই আবেদনের শেষ তারিখ থাকলেও পরে তা বাড়িয়ে ১২ই জুলাই পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আগ্রহী প্রার্থীরা ১২ই জুলাইয়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

শূন্যপদের বিবরণ

ডেপুটি ভাইস প্রেসিডেন্ট- ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার- ৪

অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার- ৯

আর্কিটেক্ট- ৮

জোনাল সেলস ম্যানেজার- ৩

অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- ২০

সিনিয়র ম্যানেজার- ২২

ম্যানেজার- ১১

র‍্যাডিয়েন্স প্রাইভেট সেলস হেড- ১

গ্রুপ হেড- ৪

টেরিটোরি হেড- ৮

সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ২৩৪

ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার- ২৬

প্রাইভেট ব্যাঙ্কার- র‍্যাডিয়েন্স প্রাইভেট- ১২

গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড)- ১

ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট (ইনভেস্টমেন্ট এবং ইনস্যুরেন্স)/প্রোডাক্ট হেড- ১০

পোর্টফোলিও রিসার্চ অ্যানালিস্ট- ১

এভিপি- অ্যাকুইজিশন এবং রিলেশনশিপ ম্যানেজার- ১৯

ফোরেক্স অ্যাকুইজিশিন এবং রিলেশনশিপ ম্যানেজার- ১৫

ক্রেডিট অ্যানালিস্ট- ৮০

রিলেশনশিপ ম্যানেজার- ৬৬

সিনিয়র ম্যানেজার- বিজনেস ফিন্যান্স- ৪

চিফ ম্যানেজার- ইন্টারনাল কন্ট্রোলস- ৩




জানা যাচ্ছে এই পদগুলিতে আবেদনের জন্য বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েট প্রার্থীরা ২২ থেকে ৪৮ বছর বয়সসীমার মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে পদ অনুযায়ী আলাদা আলাদা বয়সসীমা রয়েছে তাই অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন অবশ্যই।

আবেদন করতে ক্লিক করুন: bankofbaroda.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code