Latest News

6/recent/ticker-posts

Ad Code

অশান্ত বাংলাদেশ, সীমান্তে দাঁড়িয়ে শত শত ট্রাক, ক্ষতির মুখে কোটি কোটি টাকা

অশান্ত বাংলাদেশ, সীমান্তে দাঁড়িয়ে শত শত ট্রাক, ক্ষতির মুখে কোটি কোটি টাকা

International business


বাংলাদেশে কোটা আন্দোলনের জের; ঘোজাডাঙ্গা সীমান্তে থমকে আমদানি রপ্তানি, দাঁড়িয়ে শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক, ক্ষতির আশঙ্কা কয়েক'শ কোটি টাকার। ঘোজাডাঙ্গা সীমান্তে প্রায় ৪০০-৪৫০ পন্যবাহি ট্রাক কাঁচামাল নিয়ে আটকে, থমকে আন্তর্জাতিক বাণিজ্য।

বাংলাদেশে জরুরি অবস্থার জের; প্রভাব পড়লো সীমান্ত বাণিজ্যে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে অচলাবস্থার জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়লো। সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ঘোজডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পন্যবাহী ট্রাক। যার জেরে সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোন ট্রাকের তথ‍্য। আর যার জেরে ব্যহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যার ফলে ক্ষতির মুখে প্রচুর জরুরি পণ্য সহ কাঁচামাল যেমন টমেটো, কাঁচালঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফল সেগুলো দাঁড়িয়ে রয়েছে।

সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে। কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে। যদিও ভারতের সীমান্তে কোন সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কোন পণ‍্যবাহী ট্রাক নিচ্ছে না। ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সহ ভারতের ভিন রাজ্য থেকে আসা ট্রাকের চালক ও খালাসীরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন। একদিকে তাদের খাবারের রসদ ফুরিয়ে যাচ্ছে। অন্যদিকে কোন রকম ভাবে ট্রাকচালক ও খালাসিরা দু মুঠো অন্ন জোগাড় করে সীমান্তে রান্না করে খেয়ে বেঁচে আছেন। এই সময় যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাহলে তাদের আরও সমস্যায় পড়তে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code