আরব আমিরশাহিকে ৭৮ রানে হারিয়ে এশিয়া কাপের সেমির পথে ভারত

Asia Cup


মেয়েদের এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারত। আজ দ্বিতীয় ম্যাচে আরব আমিরশাহিকে হারিয়ে সেমিফাইনালের পথে ভারতীয় মহিলা ক্রিকেট টিম।

প্রথম ব্যাট করতে নেমে শুরুতে স্মৃতি মন্ধানা এবং দয়ালন হেমলতার উইকেট হারিয়ে চাপে পড়া ভারত শেফালি ও হরমনপ্রীতের দাপটে ইনিংস গড়ে। ১৮ বলে ৩৭ রান করে শুরুর চাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন শেফালি বর্মা। হরমনপ্রীত ৪৭ বলে ৬৬ রান করেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন জেমাইমা রদ্রিগেজ (১৪)। শেষে রিচা ঘোষের দুরন্ত ৬৯ রানের ইনিংস ভারতকে ২০১ রান তুলতে সক্ষম করে।

জবাবে ব্যাট করতে নেমে রেণুকা সিংহদের বোলিংয়ের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন এশা ওঝা (৩৮) এবং কবিশা এগোডাগে (৪০)। কিন্তু ম্যাচ জেতার মতো লড়াই আর কেউই করতে পারেননি। ভারতের হয়ে দু’টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। ভারতের বাকি বোলারেরা একটি করে উইকেট নিয়েছেন। ৭৮ রানে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের জয় হয়।

এই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে ভারত সেমিফাইনালে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। ভারতের পরবর্তী ম্যাচ নেপালের বিরুদ্ধে।