আবারো একবার এটিএম প্রতারণা মুখে পড়ল এক ব্যক্তি

ATM Fraud

আবারো একবার এটিএম প্রতারণা মুখে পড়ল এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে আসানসোলের মুরগাষোল এলাকায়। ঘটনায় প্রতারিত ব্যক্তির নাম বিকাশ চন্দ্র মণ্ডল জামুড়িয়ার নীঘা এলাকার বাসিন্দা ।

জানা যায় বুধবার বিকাশ চন্দ্র মণ্ডল নামের ওই ব্যক্তি তার এটিএম কার্ড নিয়ে এটিএম এ টাকা তোলার জন্য প্রবেশ করলে সেখানে আগে থেকেই দুই ব্যক্তি ছিল। ওই ব্যক্তি এটিএম কার্ড ঢুকিয়ে টাকা তুলতে গেলে, অন্য দুই ব্যক্তির মধ্যে একজন ছক করে তার এটিএম কার্ড বের করে অন্য এটিএম সেখানে ঢুকিয়ে দেন। এরপর ঐ ব্যক্তি তার টাকা তুলতে গেলে পিন নাম্বার ভুল দেখায়।এরপর ওই চক্রান্ত কারী দুই ব্যক্তি দফা দফায় ২ লক্ষ টাকা তুলে নেন। যা বিকাশ চন্দ্র মণ্ডলের মোবাইলে মেসেজ ঢোকে। তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার জালে জড়িয়ে পড়েছেন।


এরপর তিনি পুলিশের কাছে গেলে পুলিশ ওই এটিএম চত্বরে আসলে সিসিটিভি ফুটেছে সমস্ত কিছুই দেখতে পান। তবে পুলিশ এই ব্যাপারে অভিযোগ না নিয়ে বিকাশ চন্দ্র মণ্ডলকে সাইবার থানায় যাওয়ার পরামর্শ দেন। এরপর তিনি সাইবার থানায় পুরো বিষয়টি জানান। তবে এখনো পর্যন্ত ওই দুই চক্রান্তকারী ব্যক্তি ধরা পড়েনি। তবে এখন দেখার ওই ব্যক্তিকে কি তার টাকা ফিরিয়ে দিতে পারবেন সাইবার থানার পুলিশ।