পিছিয়ে গেছে ANM-GNM এর পরীক্ষা, পরীক্ষা কবে?
West Bengal Joint Entrance বোর্ড আয়োজিত ANM-GNM পরীক্ষা 2024 আগামী ১৪ই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে বোর্ডের তরফে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। কিন্তু এর মাঝেই পরীক্ষার তারিখ পিছিয়ে দিল বোর্ড। ১৪ই জুলাই নয় এর পরিবর্তে পরীক্ষা হবে আগামী ৪ই আগস্ট ২০২৪।
WBJEEB পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কলেজ/প্রতিষ্ঠানে ভর্তির জন্য OMR ভিত্তিক কমন এন্ট্রান্স টেস্ট ANM (R) ও GNM পরীক্ষা পরিচালনা করবে। দুই (2) বছরের Auxiliary Nursing & Midwifery (Revised) course এবং তিন বছরের General Nursing & Midwifery তে ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে ৪ই আগস্ট অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ বদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের কিছু অংশে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনিবার্য পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু এলাকায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত অনিবার্য পরিস্থিতির কারণে রাজ্য, ANM এবং GNM - 2024 পরীক্ষা (আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 14.07.2024) পুনরায় নির্ধারিত হচ্ছে 04.08.2024 (রবিবার)। অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথা সময়ে জানানো হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊