Viral Video: ডাকাতের সঙ্গে খণ্ডযুদ্ধ ‘দাবাং’ আইসির, ভাইরাল ভিডিও
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
দুপুর বেলায় সোনার দোকানে ডাকাতির পর বাইকে উঠে পালানোর চেষ্টা করছে ৭ জনের ডাকাত দল, হাতে অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র। রাস্তা দিয়ে চলে যাচ্ছে একের পর এক বাইক, টোটো। এমন সময় সেখানে হাজির শ্রীপুর ফারির আইসি। হাতে সার্ভিস রিভলবার। একাই একশ। আইসির গুলিতে আহত এক ডাকাত বসে পড়েছে দোকানের সামনেই। সিসিটিভি ফুটেজ দেখে মনে হতেই পারে এ কোন সিনেমার দৃশ্য।
আসলে রবিবার ভর দুপুরে রানীগঞ্জের স্বর্ণ বিপণীতে ডাকাতির সময় পুলিশের সাথে গুলির লড়াইয়ে একজন দুষ্কৃতী পুলিশের গুলিতে আহত হয়। ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় তারা আসানসোল মহিষিলা চক্রবর্তী মোড়ে একটি চারচাকা গাড়ি নিয়ে চম্পট দেয়।
তড়িঘড়ি পুলিশ একটি বিশেষ দল গঠন করে এবং ওই দুষ্কৃতিদের পেছনে ধাওয়া করে। শেষপর্যন্ত ঝাড়খণ্ডের গিরিডি পুলিশের সহযোগিতায় ওই ছিনতাই হওয়া গাড়িটি পুলিশ উদ্ধার করে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করে। ধৃত সুরোজ কুমার সিং বিহারের গোপালগঞ্জের বাসিন্দা।
ধৃত দুষ্কৃতী সুরোজ কুমার সিংকে আজ আসানসোল আদালতে তোলা হয়।তদন্ত সাপেক্ষে পুলিশের তরফে ১৪ দিনের আর্জি জানানো হয়। আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি মঞ্জুর করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊