খুলছে না বহু স্কুল, প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আর্জি
লোকসভা নির্বাচন (Election 2024) মিটে গেলেও রাজ্যের বহু স্কুলে (School Closed) এখনও খোলা যাচ্ছে না, আর স্কুল না খোলা নিয়ে এবার প্রধান বিচারপতির (Chief Justice Of Calcutta High Court) হস্তক্ষেপ চেয়ে আবেদন। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেইসব স্কুল খোলা যাচ্ছে না বলে জানানো হয়েছে। আগামী বুধবার বিষয়টি শুনবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ভোট ঘোষণার আগেই লোকসভা রাজ্যে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনীর রাখতে অধিগ্রহনের নোটিশ পাঠায় পুলিশ। পঠন পাঠান ব্যহত হওয়ার কারণে পর্ষদ কেন্দ্রীয় বাহিনী কেন কেন্দ্রীয় স্কুলে থাকবে না? বলেও প্রশ্ন তোলে।
মামলাকারীদের তরফে আইনজীবীদের বক্তব্য ছিল, দেড়মাস ব্যাপী লোকসভা ভোট মেটার পরও বহু স্কুল খোলা যাচ্ছে না। কারণ, এখনও কেন্দ্রীয় বাহিনী রয়ে গিয়েছে।
এদিকে ভোট মিটে গেলেও রাজ্যের জায়গায় জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊