Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিকিমে ধসে আটকে বীরভূমের আঠাশ পড়ুয়া

সিকিমে ধসে আটকে চিনপাই কলেজের আঠাশ পড়ুয়া

Sikkim


সিকিমে শিক্ষামূলক ভ্রমনে গিয়ে ধসের কবলে আটকে পড়লো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামপঞ্চায়েতের অন্তর্গত "বীরভূম এডুকেশনাল ইন্সটিটিউশনের আঠাশ পড়ুয়া সহ চৌত্রিশজন । 


দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চিনপাই ও বাঁধেরশোল গ্রামের মাঝে অবস্থিত 'বীরভুম এডুকেশনাল ইন্সটিটিউশন" । সেই কলেজের চৌত্রিশজন ৯ই জুন বীরভূম থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয় । দশ জুন শিলিগুড়িতে বাস রেখে তারা সিকিমের জিরো পয়েন্ট সঙ্গে লাচুং পৌঁছয়। পনেরোজন ছাত্রী,তেরোজন ছাত্র,এক শিশু,পাঁচজন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী সহ মোট চৌত্রিশজন আছে । 



বারো জুন থেকে ধস নামে । দুইদিন আটকে থাকার পরে চোদ্দো জুন হোটেল ছেড়ে নিচে নেমে আসার চেষ্টা করে কিন্তু কিছুদূর যেতেই সেখানেও রাস্তায় ধস নামে । হোটেলে ফেরার পরিস্থিতি ছিল না । বাধ্য হয়ে চৌত্রিশজন পেগং প্রাথমিক স্কুলে আশ্রয় নেয় । সেখানে তিনদিন থাকার পরে সঙ্গে থাকা খাবার,জল এমনকী এলাকার দোকানে মজুত খাবারও শেষ হয়ে যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code