সিকিমে ধসে আটকে চিনপাই কলেজের আঠাশ পড়ুয়া

Sikkim


সিকিমে শিক্ষামূলক ভ্রমনে গিয়ে ধসের কবলে আটকে পড়লো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামপঞ্চায়েতের অন্তর্গত "বীরভূম এডুকেশনাল ইন্সটিটিউশনের আঠাশ পড়ুয়া সহ চৌত্রিশজন । 


দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চিনপাই ও বাঁধেরশোল গ্রামের মাঝে অবস্থিত 'বীরভুম এডুকেশনাল ইন্সটিটিউশন" । সেই কলেজের চৌত্রিশজন ৯ই জুন বীরভূম থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয় । দশ জুন শিলিগুড়িতে বাস রেখে তারা সিকিমের জিরো পয়েন্ট সঙ্গে লাচুং পৌঁছয়। পনেরোজন ছাত্রী,তেরোজন ছাত্র,এক শিশু,পাঁচজন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী সহ মোট চৌত্রিশজন আছে । 



বারো জুন থেকে ধস নামে । দুইদিন আটকে থাকার পরে চোদ্দো জুন হোটেল ছেড়ে নিচে নেমে আসার চেষ্টা করে কিন্তু কিছুদূর যেতেই সেখানেও রাস্তায় ধস নামে । হোটেলে ফেরার পরিস্থিতি ছিল না । বাধ্য হয়ে চৌত্রিশজন পেগং প্রাথমিক স্কুলে আশ্রয় নেয় । সেখানে তিনদিন থাকার পরে সঙ্গে থাকা খাবার,জল এমনকী এলাকার দোকানে মজুত খাবারও শেষ হয়ে যায় ।