Holong Forest Bunglow: পুড়ে ছাই ডুয়ার্সের ঐতিহ্য, হলং বনবাংলো

Holong Forest Bunglow



চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেলো ডুয়ার্সের ঐতিহ্য হলং বনবাংলো। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ আগুন লাগে। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু কাঠের এই বাংলোকে রক্ষা করা যায়নি।

১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে কোনও পর্যটক ছিলেন না। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে নটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা কাঠের এই বাংলোটিতে আগুন ধরে যায়। বাংলোর একটি এসিতেও বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে গোটা বাংলো দাউদাউ করে জ্বলতে থাকে।

এদিকে ঘটনার খবর পেয়ে মাদারিহাট থেকে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু কাঠের এই বাংলোকে রক্ষা করা যায়নি। বাংলোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।