ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মী সমর্থকদের দেখতে এলেন কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল

Post poll violence


বাসন্তী:

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পর দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিজেপির সংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে বারুইপুরে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থক ও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পর বাসন্তীতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। 


নিজেদের সমস্যার কথা প্রতিনিধি দলকে জানান জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলী, বাসন্তী, জয়নগর, ক্যানিং সহ গোসাবার আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে বাসন্তী এলাকায় ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকেরা তারা জানান পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হয় এমনকি বারবার প্রশাসনকে জানিও কোনরকম সূরা হয়নি। উল্টে তাদের ওপর অত্যাচারের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের তারা কেন্দ্রীয় বিজেপি দলের প্রতিনিধিদের কাছে জানান, তারা যেন বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে জীবন যাপন পুনরায় শুরু করতে পারে তাদের আত্মরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী জানান আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। 


এর আগে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দে তিনি বলেন, রাজ্য পুলিশের এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত হচ্ছে মহিলারা। মহিলাদের ওপর সব থেকে বেশি অত্যাচার করা হচ্ছে। কর্মীদের ওপর হামলা এবং অত্যাচারের সবিস্তার রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে জমা দেবো। আইনতভাবে এই সকল সন্ত্রাস বিরোধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন নেয় সেদিকেই আমরা বিশেষ নজর দেব। 


এছাড়াও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা তারা যাতে নিরাপদে বাড়ি ফিরে তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই ব্যবস্থা আমরা করব।