আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা 

T20 World Cup


আফগানিস্তানকে হারিয়ে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ t20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত আফগানিস্তানের ক্রিকেটীয় ইতিহাসে প্রথমবার কোন আইসিসি ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছে রশিদরা। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।


দক্ষিণ আফ্রিকার বোলাররা কার্যত আফগানিস্তান ব্যাটিং-এর কাছে ত্রাস হয়ে ওঠে। ১১ওভারে ৫বলে মাত্র ৫৬ রানে আফগানিস্তানের গোটা টিমকে প্যাভিলিয়নে পাঠায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ৫ বলে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় মার্ক্রামরা। এই জয়ের সাথে সাথেই ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। 

আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে শুধুমাত্র আজমতুল্লাহ দুই অঙ্কের ঘরে পৌঁছায়। ১০ রান করেন তিনি। আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে সামসি ও জনসন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন রাবাডা ও নর্টজে। 

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ডিকক-কে হারালেও মার্ক্রাম ও হেনরিক্সের ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয়। হেনরিক্স ২৯ ও মার্ক্রাম করে ২৩। ডিকক-কে ফেরান ফারুকি। ৮.৫ ওভারে ৬০ রান করেন, ৯ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে নিজেদের যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা।