T20 World Cup 1st Semi-final: আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা সেমির লড়াই, কখন কোথায় দেখবেন ম্যাচ?
সুপার এইটের দুটি ম্যাচে জয় ছিনিয়ে টি২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা নিয়েছে আফগানিস্তান। সেমি ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিন আফ্রিকা। আবার অপর সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড লড়াই। ক্রিকেট বিশ্ব এখন তাঁকিয়ে টি২০ বিশ্বকাপের দিকে।
ভারত বনাম ইংল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭শে জুন। ২৭শে জুন বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচ। তবে তার আগে ভারতীয় সময় অনুযায়ী ২৭ শেষ জুন ভোর ৬টায় সেমির লড়াইয়ে নামতে চলেছে দক্ষিন আফ্রিকা ও আফগানিস্তান। পুরো ক্রিকেট বিশ্ব তাঁকিয়ে এই ম্যাচের দিকেই। আফগানিস্তানের ক্রিকেটীয় ইতিহাসে প্রথমবার কোনো আইসিসি ইভেন্টের সেমি ফাইনালে পৌঁছেছে রশিদদের দেশ।
আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার খেলা টিভি-তে সরাসরি সম্প্রচার করবে Star Sports Network। বিশেষত Star Sports 1 HD ও SD চ্যানেলে ইংরেজিতে ধারাভাষ্য। Star Sports 3 HD ও SD চ্যানেলগুলিতে হিন্দিতে ধারাভাষ্য। এছাড়াও অনলাইনে সম্প্রচার করবে Disney+ Hotstar অ্যাপে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊