বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে প্রথমবার হারালো আফগানিস্তান

NZ vs AFG


শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করলো আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে আফগানিস্তান। রহমানুল্লা গুরবাজ় ৫৬ বলে ৮০ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ড শেষ হয়ে গেল ৭৫ রানে। আর সাথে সাথে প্রথম বার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ হারল নিউ জ়িল্যান্ড।




টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আর ব্যাট করতে নেমে ওপেনিং জুটি ১০০ রানের গণ্ডি টপকে দেয়। ইব্রাহিম ৪৪ রান করে আউট হন। তিন নম্বরে নেমে আজমতুল্লা ওমারজাই করেন ২২ রান। পাঁচটি ছক্কা এবং পাঁচটি চারে ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। আফগানিস্তান ১৫৯ রানে ইনিংস শেষ করে।



জবাবে ব্যাট করতে নেমে ৭৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম বলেই ফিন অ্যালেনকে বোল্ড করেন ফারুকি। রান পাননি উইলিয়ামসন, ড্যারিল মিচেলরাও। ফারুকি চারটি উইকেট নেন। চারটি উইকেট নেন রশিদ খানও। নবী নেন দুই উইকেট। ১৫.২ ওভারে শেষ হয়ে যায় নিউ জ়িল্যান্ডের ইনিংস।