Latest News

6/recent/ticker-posts

Ad Code

BAN vs SL : শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের 

BAN vs SL


আমেরিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক হারের পরে বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে দু'উইকেট হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ সফর শুরু করলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নয় উইকেট ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। এক ওভার বাকি থাকতেই সেই রানটা তুলে নেয় বাংলাদেশ।

এদিন প্রথমে পাথুম নিশঙ্কার হাত ধরে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ২৮ বলে ৪৭ রানের করে নিশঙ্কা ফিরতেই শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয় শুরু হয়। টুকটুক করে শ্রীলঙ্কাকে টেনে নিয়ে যাচ্ছিলেন চরিথ আসালঙ্কা এবং ধনঞ্জয়া ডি সিলভা। সিলভা ২১ ও আসালঙ্কা ১৯ রান তোলেন। শেষমেষ ৯ উইকেটে ১২৪ এর স্কোর গড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর ও রিশাদ ৩টি করে উইকেট নেন। দুইটি একটি নেন তাসকিন ও একটি উইকেট নেন তানজিম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। তানজিদ ও সৌম্য ব্যর্থ হন। ম্যাচকে শ্বাস দেন লিটন দাস। লিটনের ৩৬ ও তৌহিদের ৪০ এগিয়ে নিয়ে যায় ইনিংসকে। মাহম্মুদুল্লাহর ১৬ রানের ইনিংসে ভর ৮ উইকেট খুইয়ে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে দেয়। শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট তোলেন নুয়ান তুসারা। দুইটি উইকেট নেন অধিনায়ক হাসরাঙা। সিলভা ও পাথিরানা একটি করে উইকেট নেন। ২ উইকেট জয় তুলে নেয় বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code