Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rohit Sharma: দুঃসংবাদ, পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা

দুঃসংবাদ, পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা

Rohit


৯ই জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে ভারত। বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলার মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলার সময় জোস লিটিলের বলে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। এবার ম্যাচের আগের দিন অনুশীলন করার সময় ছোট পেলেন রোহিত শর্মা।

নেট প্র্যাকটিস করার সময় রোহিত শর্মার বাঁহাতের বুড়ো আঙুলে চোট লাগে, সঙ্গে সঙ্গে ফিজিওরা এসে তাঁর শুশ্রুষা করেন। এরপর অন্য এন্ডে গিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় রোহিত শর্মাকে। তবে চোট সেরকম গুরুতর নয় বলেই জানা গেছে। এই নিয়ে পরপর পিচের কারণেই চোট পেলেন রোহিত।

পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক দ্বিতীয়বার পিচের কারণে চোট পাওয়ায়, বোর্ডের তরফে আইসিসির কাছে পিচ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। নিউ ইয়র্কে মুল মাঠের পিচ যেমন ডবল পেসড, তেমন অসমান বাউন্সও রয়েছে। আবার অনুশীলনের পিচও মোটেই উপযুক্ত নয়। এমনটাই জানা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code