Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রবল বৃষ্টিতে সিকিমে ধস, নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হল তিনজনের

প্রবল বৃষ্টিতে সিকিমে ধস, নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হল তিনজনের

Sikkim news


প্রবল বৃষ্টিতে সিকিমে ধস। সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম - ইয়াবা সুব্বা ও বিশাল রাই এবং মনিতা রাই (মহিলা)৷




স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছিল ৷ সেই বৃষ্টির জেরেই সোমবার ভোর সাড়ে 6টা নাগাদ ওই এলাকায় অন্তত সাতটি বাড়ি ধসের জেরে ভেঙে যায় ৷ তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদেহ প্রশাসনের তরফে উদ্ধার করা হয়েছে ৷ তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ ৷ তাঁদের খোঁজ চলছে ৷




বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ধসের জেরে সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইয়াংগ্যাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ।বন্ধ যোগাযোগ।




প্রশাসনের তরফে ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে ৷ ফলে যান চলাচল বন্ধ ৷ এর জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের দিকে ৷ আবার সিকিম থেকেই সমতলের দিকে কেউ আসতে পারছেন না ৷ ফলে সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code