বিদ্যালয়ের গেটের সামনে বাইকের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী

বিদ্যালয়ের গেটে বাইকের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী



সিতাই উচ্চ বিদ্যালয়ের সামনে বাইকের ধাক্কায় গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের ঢোকার মুহূর্তে দ্রুতগতির বাইকের ধাক্কায় ছিটকে পড়ে এক ছাত্রী।

সোমবার দুপুর একটা নাগাদ সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত গুরুতর আহত সিতাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মধুমিতা বর্মনের বাবা মানব বর্মন অভিযোগ করে বলেন আজ সকাল দশটা নাগাদ যখন তার মেয়ে বিদ্যালয়ে ঢুকছিল সেই মুহূর্তে বিদ্যালয়ের গেটের সামনে ঘটে এই দুর্ঘটনা।

তিনি আরও বলেন, সিতাই থেকে প্রচন্ড গতিবেগ নিয়ে বাইকে করে দুজন আসছিল, তারাই এসে বাইক দিয়ে সজোরে মধূমিতাকে ধাক্কা মারে, তখন মধুমিতা রাস্তায় লুটিয়ে পড়লে তার পেটের উপর দিয়ে বাইক চলে যায় এবং কিছুটা দূরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে তারাও আহত হয়।

এরপর স্থানীয় এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তিনজনকেই সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য। তবে মধুমিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় এবং আহত বাইক চালক সাব্বির মিয়া ও আরোহী শাহানুর মিয়া কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

আরো জানা যায় সাব্বিরের বাড়ি শীতলকুচির আক্রারহাট এবং শাহানুর এর বাড়ি বাজিতচাত্রায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।