ইউরো কাপে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Ronaldo


শুরু হয়েছে ইউরো কাপের লড়াই। ইউরো কাপের লড়াইয়ে নেমেই ইতিহাস গড়লেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই প্রথম ফুটবলার, যিনি ছ’টি ইউরো কাপ খেললেন। আর চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয় দিয়েই ইউরো কাপের যাত্রা শুরু করলো পর্তুগাল।

২০০৪-এ ১৯ বছর বয়সে প্রথমবার ইউরো কাপ খেলেন রোনাল্ডো। তরুণ রোনাল্ডো দেশের মাটিতে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। এর পর ফুটবল পায়ে বিশ্ব শাসন করেছেন রোনাল্ডো। ২০১৬ সালে পর্তুগালের অধিনায়ক হিসাবে ইউরো কাপ জেতেন। বয়স ৩৯ হলেও প্রতিপক্ষের কাছে এখনও ত্রাস রোনাল্ডো।

ম্যাচের আগে রোনাল্ডো বলেন, “ছ’টি ইউরো কাপে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এত দিন ধরে খেলছি ভেবেই উত্তেজিত লাগছে। দেশকে সাহায্য করতে পারব ভেবে ভাল লাগছে। গোল করতে চাই।" তিনি আরও জানান, প্রধান লক্ষ্য ট্রফি জেতা। এই দল পর্তুগিজ সমর্থকদের আনন্দ দিতে পারে তা নিয়েও আশা প্রকাশ করেন। পাশাপাশি "এই দল ট্রফি জিতবে, কারণ দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে।” বলেই মনে করছেন তিনি।