Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওয়েনাড় ছাড়ছেন রাহুল, উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

ওয়েনাড় ছাড়ছেন রাহুল, উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী 

Rahul Gandhi


ওয়েনাড় নাকি রায়বেরলি? কোন লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? এই প্রশ্নের জবাব অবশেষে মিললো। ওয়েনাড় ছাড়ছেন রাহুল (Rahul Gandhi), থাকছেন রায়বরেলির সাংসদ হয়ে। ওয়েনাড় ও রায়বরেলি, দুই কেন্দ্রেই ৩ লক্ষাধিক ভোটে জেতেন রাহুল গান্ধী। কিন্তু নিয়ম অনুযায়ী যেকোনো একটি কেন্দ্র থেকে সাংসদ পদে থাকতে হবে রাহুলকে। শেষমেষ রায়বেরলি থেকেই সাংসদ পদে থাকছেন রাহুল।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সোনিয়া গান্ধী, কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। তবে ওয়েনাড় ছাড়ছেন তাই রাহুলের মন খারাপ এমনটাই খবর। তবে ওয়েনাড়ে উপনির্বাচনে কংগ্রেসের তরফে লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী।

জানা যায়, 'আমার রায়বরেলি এবং ওয়েনাড়ের সঙ্গে মনের যোগ রয়েছে। গত পাঁচ বছর আমি ওয়েনাড়ের সাংসদ ছিলাম। সেখানে, প্রত্যেক পার্টির লোকজন আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সে জন্য আন্তরিক ধন্যবাদ। সারা জীবন এটা মনে থাকবে', বলেন রাহুল। প্রিয়াঙ্কা যে সেখানকার উপনির্বাচনে লড়বেন তাও জানান রাহুল। এমনকি নিয়মিত তিনিও ওয়েনাড়ে যাতায়াত করবেন। ওয়েনাড়ের মানুষজনকে দেওয়া প্রতিশ্রুতি পূরণও করবেন, আশ্বাস দিয়েছেন সোনিয়া-পুত্র রাহুল। একই সঙ্গে মনে করান, রায়বরেলির সঙ্গে তাঁদের পুরনো সম্পর্ক রয়েছে।

সদ্য গঠিত হয়েছে নতুন কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনে জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে এনডিএ জোট। ভালো ফল করেছে ইন্ডিয়া জোটও। বেড়েছে কংগ্রেসের আসনও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code