মোদী মন্ত্রীসভায় কে পেল কোন দপ্তর? কোন দপ্তরে সুকান্ত, শান্তনু?
তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন নরেন্দ্র মোদী। নেহেরুকে ছুঁয়েছেন মোদী। রাইসেনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করান। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোট সঙ্গীদের সঙ্গে নিয়েই সরকার গঠন করলো বিজেপি। সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহনের পরেই গোটা কক্ষজুড়ে মোদী মোদী স্লোগান। নরেন্দ্র মোদী ছাড়াও আরও শপথ নিচ্ছেন ৭২ জন মন্ত্রীও (Modi Cabinet 2024)। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি যদিও নিজেদের দখলেই রেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। তবে NDA শরিকরাও এবার মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ২০২৪-র লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে টিডিপি ও জেডিইউকে সঙ্গে নিয়ে সরকার গঠন করলো এনডিএ জোট। এনডিএ জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী
পূর্ণমন্ত্রী ও দপ্তর
১) প্রতিরক্ষা মন্ত্রী: রাজনাথ সিং।
২) স্বরাষ্ট্রমন্ত্রী: অমিত শাহ।
৩) কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী: নীতীন গডকড়ি।
৪) স্বাস্থ্যমন্ত্রী: জেপি নড্ডা।
৫) কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী: জেপি নড্ডা।
৬) অর্থমন্ত্রী: নির্মলা সীতারামন।
৭) বিদেশমন্ত্রী: এস জয়শংকর।
৮) কৃষিমন্ত্রী: শিবরাজ সিং চৌহান।
৯) গ্রামোন্নয়ন মন্ত্রী: শিবরাজ সিং চৌহান।
১০) শক্তিমন্ত্রী: মনোহর লাল খট্টর।
১১)ভারী শিল্প ও স্টিল দফতরের মন্ত্রীঃ এইচডি কুমারস্বামী
১২) বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ পীযুষ গোয়েল
১৩) শিক্ষামন্ত্রীঃ ধর্মেন্দ্র প্রধান
১৪) ক্ষুদ্র, মাঝারি শিল্প দফতরের মন্ত্রীঃ জিতন রাম মাঝি
১৫) পঞ্চায়েতি রাজ, মৎস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রীঃ রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
১৬) বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রীঃ সর্বানন্দ সোনেয়াল
১৭) সামাজিক ন্যায় দফতরের মন্ত্রীঃ ডঃ বীরেন্দ্র কুমার
১৮) অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীঃ শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু
১৯) ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টনঃ প্রহ্লাদ যোশী
২০) আদিবাসী কল্যাণ মন্ত্রীঃ জুয়াল ওরাম
২১) বস্ত্র মন্ত্রীঃ গিরিরাজ সিং
২২) রেলমন্ত্রীঃ অশ্বিনী বৈষ্ণব( তথ্য় ও সম্প্রচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি)
২৩) যোগাযোগও উত্তর পূর্বের উন্নয়ন দফতরের মন্ত্রীঃ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
২৪) সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীঃ গিরিরাজ সিং সাখেওয়াত
২৫) নারী ও শিশু কল্যাণ মন্ত্রীঃ শ্রীমতি অন্নপূর্ণ দেবী
২৬) সংসদ বিষয়ক ও সংখ্য়ালঘু বিষয়ক মন্ত্রীঃ কিরেন রিজিজু
২৭) পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রীঃ হরদীপ সিং পুরী
২৮) শ্রম, কর্মসংস্থান ও যুব কল্যাণ ও ক্রীড়াঃ ডঃ মনসুখ মান্ডব্য
২৯) খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীঃ চিরাগ পাসোয়ান
৩০) কয়লা ও খনি দফতরের মন্ত্রীঃ জি কিষান রেড্ডি
৩১) জলশক্তি দফতরের মন্ত্রীঃ সি আর পাতিল
স্বাধীন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও দপ্তর
১) রাও ইন্দরজিৎ সিংঃ পরিকল্পনা, স্ট্যাটিসটিক্স ও সংস্কৃতি মন্ত্রক
২) ডঃ জিতেন্দ্র সিংঃ বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স পাবলিক গ্রিভান্স, পেনশন, অ্যাটমিক এনার্জি, স্পেস আর্থ সায়েন্স
৩) অর্জুন রাম মেঘাওয়ালঃ আইন মন্ত্রক, সংসদ বিষয়ক
৪) যাদব প্রতাপরাও গণপতরাওঃ আয়ুষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
৫) জয়ন্ত চৌধুরীঃ স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষা
রাষ্ট্রমন্ত্রী ও দপ্তর
১) জিতিন প্রসাদঃ বাণিজ্য ও শিল্প ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
২) শ্রীপদ ইয়েসো নায়েকঃ শক্তিমন্ত্রক, অচিরাচরিত শক্তি মন্ত্রক
৩)পঙ্কজ চৌধুরীঃ অর্থমন্ত্রক
৪)কৃষান পালঃ সমবায় দফতর
৫)রামদাস আঠেওয়ালাঃ সামাজিক ন্যায়
৬) রামনাথ ঠাকুরঃ কৃষি ও কৃষক কল্য়াণ
৭) নিত্যানন্দ রাইঃ স্বরাষ্ট্র মন্ত্রক
৮) অনুপ্রিয়া পটেলঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কেমিকাল ও ফার্টিলাইজার
৯) ভি সোমান্নাঃ জলশক্তি মন্ত্রক, রেলমন্ত্রক
১০) চন্দ্রশেখর পেম্মাসানিঃ গ্রাম উন্নয়ন ও যোগাযোগ
১১) এসপি সিং বাঘেলঃ মৎস্য, পশুপালন ও ডেয়ারি
১২) সুশ্রী শোভা কারান্ডলাজেঃ ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক
১৩) কীর্তিবর্ধন সিংঃ পরিবেশ, বন ও আবহাওয়ার পরিবর্তন
১৪)বিএল শর্মাঃ ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন
১৫)শান্তনু ঠাকুরঃ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক
১৬) সুরেশ গোপীঃ পেট্রোলিয়াম ও ন্যাচারার গ্যাস
১৭) এল মুরুগানঃ তথ্য় ও সম্প্রচার মন্ত্রক
১৮) অজয় টামটা: কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক।
১৯) বন্দি সঞ্জয় কুমারঃ স্বরাষ্ট্রমন্ত্রক
২০)কমলেশ পাসোয়ানঃ গ্রাম উন্নয়ন
২১) ভগীরথ চৌধুরীঃ কৃষি ও কৃষক কল্য়াণ
২২) সতীশ চন্দ্র দুবেঃ কয়লা ও খনি বিষয়ক
২৩) সঞ্জয় শেঠঃ প্রতিরক্ষা মন্ত্রক
২৪) রবনীত সিংঃ খাদ্য প্রক্রিয়াকরণ ও রেলমন্ত্রক
২৫) দুর্গাদাস উইকেঃ আদিবাসী কল্য়াণ মন্ত্রক
২৬) রক্ষা নিখিল খাড়সেঃ যুব কল্য়াণ ও ক্রীড়া
২৭) সুকান্ত মজুমদারঃ শিক্ষামন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক
২৮) সাবিত্রী ঠাকুরঃ শিশু ও নারী কল্য়াণ
২৯) ঠোকান সাহুঃ আবাসন
৩০) রাজ ভূষণ চৌধুরীঃ জলশক্তি
৩১) ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মাঃ ভারী শিল্প, স্টিল
৩২) হর্ষ মালহোত্রাঃ কর্পোরেট বিষয়ক, সড়ক পরিবহণ ও হাইওয়ে
৩৩) নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়াঃ ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন
৩৪) মুরলীধর মোহলঃ সমবায় সিভিল এভিয়েশন
৩৫) জর্জ কুরিয়ানঃ সংখ্যালঘু বিষয়ক মৎস্য, পশুপালন
৩৬) পবিত্র মার্গেরিটাঃ বিদেশ মন্ত্রক
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊