Dooars: Closing Jungle Safari in the jungles of Dooars
১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ।
বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই সময় জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়ার প্রাকৃতিক নানা কারণ রয়েছে। তিন মাস ডুয়ার্সের সমস্ত জঙ্গল বন্ধ থাকে। তবে পর্যটকদের সংখ্যা দুর্গা পুজোর সময় থেকে বাড়তে থাকে। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে।
তবে ১৫ জুনের আগেই পর্যটকদের জন্য বন্ধ হয়ে গিয়েছে জয়ন্তী-মহাকাল জঙ্গল সাফারি (Jungle Safari)। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অস্থায়ীভাবে মহাকাল রুটে সাফারি বন্ধ করার নির্দেশিকা দিয়েছে বনদপ্তর।
তবে জয়ন্তী-মহাকাল জঙ্গল সাফারি (Jungle Safari) বন্ধের পেছনে রয়েছে অন্য কারন। একদিকে রাস্তার পরিস্থিতি খারাপ অপরদিকে হাতির বিচরণ বৃদ্ধি, এই দুইয়ে মিলে পর্যটকদের ক্ষতির আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বক্সা টাইগার রিজার্ভের (Buxa Tiger Reserve) ডিএফডি (ইস্ট) দেবাশিস শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মহাকাল পর্যন্ত যাওয়ার রাস্তার হাল খুবই খারাপ। সেখানে নদীতে দলে দলে হাতিও চলে আসছে। যে কোনও সময় সেখানে বিপদ হতে পারে। তাই ওই রুটে অস্থায়ীভাবে সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহাকাল সাফারি বন্ধ হলেও ১৫ জুন পর্যন্ত অন্য জয়ন্তীর অন্য সাফারি গুলি চলবে।
জয়ন্তির পুকুরি লেক বা ভুটিয়া বস্তির সাফারি সহ অন্যান্য সাফারি গুলি খোলা থাকবে ১৫ জুন পর্যন্ত। এরপর ৩ মাস শেষে ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে পর্যটকদের জন্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊