ক্যারিয়ারের সিদ্ধান্তের জন্য নির্ভরযোগ্য নির্দেশনার দিশারী হয়ে উঠল ঐকতান
ছাত্র জীবন যখন গতানুগতিকতায় কিছুটা সন্ধিগ্ধ অথবা উদাসীন, জীবনের লক্ষ্য নির্বাচনও যখন নিয়ম তান্ত্রিক ঠিক সেই সময়ে আজকের দ্রুতগতিপূর্ণ ও অত্যন্ত প্রতিযোগিতামূলক সামাজিক প্রেক্ষাপটে ক্যারিয়ারের সিদ্ধান্তের জন্য নির্ভরযোগ্য নির্দেশনার দিশারী হয়ে উঠল ঐকতান।
ঐকতান প্রাক্তনী মঞ্চের সফল প্রয়াসে এবং career development council and placement ও IQAC এর সহযোগিতায় এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে একদিনের ক্যারিয়ার কাউন্সিলিং এর কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল শ্রীপৎ সিং কলেজে।
উপস্থিত ছিলেন ড: কমল কৃষ্ণ সরকার (অধ্যক্ষ, শ্রীপত সিং কলেজ), ড: প্রসেনজিৎ নন্দ (ন্যাক কো-অর্ডিনেটর), ড: সাগর সিমলান্ডি (IQAC কো-অর্ডিনেটর, শ্রীপত সিং কলেজ), কলেজের জি. বি. সদস্য স্বপন কুমার সরকার, বিশিষ্ট গুনিজনেরা এবং পার্শ্ববর্তী এলাকার অগণিত স্কুল ছাত্রছাত্রী। মাননীয় অধ্যক্ষ মহাশয় শ্রীপত সিং কলেজ বিগত দিনে কিভাবে ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্র-ছাত্রীদের হয়ে নিরলস ভাবে পরিশ্রম করে ছাত্রদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, প্রসঙ্গত কলেজের আধুনিক পাঠ ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবার কথাও তুলে ধরেন। মাননীয় ডঃ অভিষেক বসু ( Co ordinator, Career Development Counseling and Placement Cell) প্রস্তুতি পর্যায়ের বিষয় নির্বাচন ও সঠিক পথ অন্বেষণের কথা যেমন বলেন তেমনি ডঃ রাজা ঘোষ (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ) সবিস্তারে বিষয় ও বিভাগ নির্বাচন সম্বন্ধে আলোকপাত ও উৎসাহ প্রদান করেন। ড. মিজানুল হক (প্রেসিডেন্ট, ঐকতান প্রাক্তনী মঞ্চ) ক্যারিয়ারের বিভিন্নতা এবং উপযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রাক্তনী মঞ্চের অন্যতম সদস্যা এবং বর্তমানে শিক্ষিকা মাননীয়া গার্গী মিশ্র জীবনের লক্ষ্য কিভাবে নির্বাচন করতে হয় তা নিয়ে আলোকপাত করেন। মাননীয় শ্রী দ্বিজেন সরকার মহাশয় শ্রীপত সিং কলেজের অতীত ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন।
সমস্ত অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে ওঠে সমাজসেবী মাননীয় শ্রী সৌরিশ পান্ডে মহাশয়দের অক্লান্ত পরিশ্রমে।
সবশেষে ছাত্রছাত্রীরা একসঙ্গে বলে ওঠে লেট দেয়ার বি লাইট, প্রস্তুত কর্মশালাটি হয়ে ওঠে অন্ধকার এর উৎস হতে উৎসারিত আলোর পথে যাওয়ার দীক্ষা মন্ত্র। ড: সাগর সিমলান্ডি মহাশয় সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালানা করেন। এছাড়াও আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রাপ্তনী গোলাম নবী আজাদ, সুশোভন মন্ডল,শ্যাম সুন্দর শেঠ, ড. শুভজিৎ কুন্ডু ইত্যাদি বক্তব্য রাখেন।
1 মন্তব্যসমূহ
ধন্যবাদ
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊