Weather News: উত্তরবঙ্গের আবহাওয়ার খবর


অনুপম মোদক, সংবাদ একলব্য:

দীর্ঘ প্রায় ২০ দিন থেকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলায় কম-বেশি বৃষ্টি চলছে। গতকাল থেকে কিছুটা ছুট দিলেও আবারো বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর ।


শুধু বৃষ্টির পূর্বাভাস নয় সাথে ঝড়ের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে ২২ জুন থেকে ২৬ জুন উত্তরের জেলাগুলি মেঘাচ্ছন্ন থাকবে।



তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ২২ জুন মাঝারি বৃষ্টি, এবং ২৩ থেকে ২৬ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর জেলায় আগামী ২২, ২৪, ২৫ ও ২৬ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২৩ জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Weather News: উত্তরবঙ্গের আবহাওয়ার খবর


আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, উত্তরের জেলাগুলির কিছু কিছু জায়গায় ঝড় হওয়ার সম্ভাবনা আছে।


এদিকে দক্ষিণবঙ্গবাসীকে ৩১ মে থেকে টানা ২০ দিন অপেক্ষা করিয়ে দক্ষিনের কিছু কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতায় বর্ষা প্রবেশ করেছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের কিছু জায়গাতেও বর্ষা প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকায় কবে বর্ষার প্রবেশ হবে, তার আশায় রয়েছে গরমে কাহিল মানুষজন।