Exam Postponed: এবার স্থগিত এক সর্বভারতীয় পরীক্ষা! কি জানাচ্ছে NTA

CSIR UGC NET POSTPONED


NEET পরীক্ষায় ব্যাপক দুর্নীতি অভিযোগের পর NTA-এর UGC NET পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন পরেই পরীক্ষা বাতিল করে দেয় শিক্ষামন্ত্রক। এবার CSIR UGC NET পরীক্ষা বাতিল করলো NTA। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আপাতত স্থগিত করা হয় CSIR UGC NET পরীক্ষা। ২১ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

NTA-এর তরফে জানানো হয়েছে আগামী ২৫ থেকে ২৭শে জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল CSIR UGC NET। কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত CSIR UGC NET পরীক্ষা বাতিল করা হল। কবে এই পরীক্ষা হবে তা NTA-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে বলে জানানো হয়েছে।

আপাতত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই পরীক্ষা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।