NEET PG Postponed: রাত পোহালেই পরীক্ষা, তাঁর আগেই স্থগিত আরও এক সর্বভারতীয় পরীক্ষা 

NEET pg postponed


NEET PG Postponed: রাত পোহালেই পরীক্ষা, তাঁর আগেই স্থগিত আরও এক সর্বভারতীয় পরীক্ষা রাত পোহালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এনটিএ নিট পিজি। আর তার আগে আজ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রবিবার পরীক্ষা নেওয়া হবে না। কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি।

স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। সেই কথা মাথায় রেখেই এনটিএ যাতে অবাধ, স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে পারে তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ণ করার প্রয়োজন। সেই কারণেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।