ময়নাগুড়ি ব্লক কমিটি গঠন করলো নস্যশেখ উন্নয়ন পরিষদ
নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক কমিটি গঠন করা হলো ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন কমিউনিটি হলে। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে ৩৮ জনের ব্লক কমিটি গঠন করা হয়।
ব্লক সভাপতি হিসেবে মনোনীত হন হাজি আতাউর রহমান, ব্লক সম্পাদক হিসেবে মনোনীত হন হামিদুল ইসলাম এবং কোষাধক্ষ্য হিসেবে মনোনীত হন ইলিয়াস শাহ আলম।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক,কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জলপাইগুড়ি জেলা সম্পাদক ফরিদ আক্তার গাজী, জেলা সভাপতি বাচ্চু প্রধান,কোচবিহার জেলা সম্পাদক এডভোকেট আহসান উল আলম সরকার প্রমুখ।
প্রধান বক্তা আমিনাল হক জানান নস্যশেখ উন্নয়ন পরিষদ গোটা উত্তরবঙ্গের প্রতিটি জি.পি. থেকে বুথ স্তর পর্যন্ত সুবিস্তৃত। আমরা একে একে যেমন সমস্ত জেলা কমিটিগুলোর পুনর্গঠন করলাম, এখন সমস্ত ব্লক কমিটি এরপর অঞ্চল এবং বুথ কমিটি গুলো পুনর্গঠন করা হবে।
শুধু ডেভলপমেন্ট বোর্ড দিয়েই নয় পিছিয়ে পড়া এই জনজাতির সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন সবার আগে প্রয়োজন, সেই সাথে মাইনরিটি দপ্তর এর বরাদ্দকৃত অর্থ যাতে পিছিয়ে পড়া এই জনজাতির কাজে ব্যবহার করা যায় সে ব্যাপারেও তিনি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
জেলা সম্পাদ ফরিদ আক্তার গাজী জানান আমিনাল হকের নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলছে,আমাদের জলপাইগুড়ি জেলা কমিটির পুনর্গঠন হয়ে গেছে আর আজকে আমরা ময়নাগুড়ি ব্লক কমিটি পুনর্গঠন করলাম এবং আগামী এক মাসের মধ্যে জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লক কমিটি পুনর্গঠন করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊