বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোটদানে এগিয়ে বাংলা
আজ হয়ে গেল সপ্তম তথা শেষ দফার নির্বাচন। কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত দেশের সাত রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের গড় হার ৫৮.৩৪ শতাংশ। সপ্তম দফার ভোটদানের হারে এগিয়ে বাংলা। তার পর হিমাচল প্রদেশ (৬৬.৫৬ শতাংশ)। আর সবচেয়ে কম ভোট পড়ল বিহারে (৪৮.৮৬ শতাংশ)।
সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ন’টি আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৭৬.৫৬ শতাংশ)। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ ও ৬০.৮৮ শতাংশ। এমনটাই খবর।
১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলল এবারের ভোট। ৭ টি পর্বে নির্বাচন অনুষ্ঠিত হল এবারের ভোট । ভোট গণনা হবে ৪ জুন। প্রথম ধাপে ১০২ টি, দ্বিতীয় ধাপে ৮৯ টি, তৃতীয় ধাপে ৯৪ টি, চতুর্থ ধাপে ৯৬ টি, পঞ্চম ধাপে ৪৯ টি, ষষ্ঠ ধাপে ৫৭ টি এবং সপ্তম ধাপে ৫৭ টি আসনে নির্বাচন হল। একই সাথে ২৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও অনুষ্ঠিত হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊