PM MODI 3.0: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী

Modi


তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করলো এনডিএ। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন অনুষ্ঠানে চাঁদের হাট রাষ্ট্রপতি ভবন জুড়ে।



দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করান নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী ছাড়াও আরও শপথ নিচ্ছেন ৭২ জন মন্ত্রীও (Modi Cabinet 2024)। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি যদিও নিজেদের দখলেই রেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। তবে NDA শরিকরাও এবার মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।



২০২৪-র লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে টিডিপি ও জেডিইউকে সঙ্গে নিয়ে সরকার গঠন করলো এনডিএ জোট। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। দর্শকাসন থেকে উঠল ‘মোদী মোদী’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। মোদীর পরেই শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিংহ। শপথ নিলেন অমিত শাহ থেকে বিজেপি সাংসদ নিতিন গডকড়ী।