মোদির মন্ত্রিসভায় কে কে জায়গা পেলেন দেখে নিন সম্পূর্ণ তালিকা
আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোট সঙ্গীদের সঙ্গে নিয়েই গঠন করলো বিজেপি। সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহনের পরেই গোটা কক্ষজুড়ে মোদী মোদী স্লোগান।
মোদির মন্ত্রিসভায় কে কে জায়গা পেলেন দেখে নিন সম্পূর্ণ তালিকা-
নরেন্দ্র মোদি (বিজেপি)
রাজনাথ সিংহ (বিজেপি)
অমিত শাহ (বিজেপি)
নিতিন গডকড়ী (বিজেপি)
জেপি নাড্ডা (বিজেপি)
শিবরাজ সিংহ চৌহান (বিজেপি)
নির্মলা সীতারামন (বিজেপি)
এস জয়শঙ্কর (বিজেপি)
মনোহরলাল খট্টর (বিজেপি)
এইচডি কুমারস্বামী (বিজেপি)
পীযূস গয়াল (বিজেপি)
ধর্মেন্দ্র প্রধান (বিজেপি)
জিতন রাম মাঝি (হিন্দুস্তান আওয়ামি মোর্চা)
রাজীব রঞ্জন সিংহ ওরফে লালন সিংহ (সংযুক্ত জনতা দল)
সর্বানন্দ সোনোয়াল (বিজেপি)
বীরেন্দ্র কুমার (বিজেপি)
কিঞ্জারাপু রামমোহন নায়ডু (তেলুগু দেশম পার্টি)
প্রহ্লাদ জোশী (বিজেপি)
জুয়েল ওরাঁও (বিজেপি)
গিরিরাজ সিংহ (বিজেপি)
অশ্বিনী বৈষ্ণব (বিজেপি)
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি)
ভূপেন্দ্র যাদব (বিজেপি)
গজেন্দ্র সিংহ শেখাওয়াত (বিজেপি)
অন্নপূর্ণা দেবী (বিজেপি)
কিরেণ রিজিজু (বিজেপি)
হরদীপ সিংহ পুরী (বিজেপি)
মনসুখ মাণ্ডবীয় (বিজেপি)
জি কিষেণ রেড্ডি (বিজেপি)
চিরাগ পাসোয়ান (লোক জনশক্তি পার্টি-রামবিলাস)
সিআর পাটিল (বিজেপি)
ইন্দ্রজিৎ সিংহ (বিজেপি)
জিতেন্দ্র সিংহ (বিজেপি)
অর্জুনরাম মেঘওয়াল (বিজেপি)
প্রতাপ রাও জাধব (শিবসেনা-একনাথ শিন্ডে)
জয়ন্ত চৌধুরী (রাষ্ট্রীয় লোক দল)
জিতিন প্রসাদ (বিজেপি)
শ্রীপদ ইয়েসোনায়েক (বিজেপি)
পঙ্কজ চৌধরি (বিজেপি)
কৃষ্ণপাল গুর্জর (বিজেপি)
রামদাস আঠাওয়ালে (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া-রামদাস)
রামনাথ ঠাকুর (সংযুক্ত জনতা দল)
নিত্যানন্দ রাই (বিজেপি)
অনুপ্রিয়া পটেল (আপনা দল-সোনেলাল)
ভি সোমান্না (বিজেপি)
চন্দ্রশেখর পেম্মাসানি (তেলুগু দেশম পার্টি)
এসপি সিংহ বাঘেল (বিজেপি)
শোভা করন্দ॥লাজে (বিজেপি
কীর্তি বর্ধন সিংহ (বিজেপি
বি এল বর্মা (বিজেপি)
শান্তনু ঠাকুর (বিজেপি)
সুরেশ গোপী (বিজেপি)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊