Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইউরো কাপের পরবর্তী ম্যাচ গুলোতে অনিশ্চিত এমবাপে!

ইউরো কাপের পরবর্তী ম্যাচ গুলোতে অনিশ্চিত এমবাপে!

Mbappe


ইউরো কাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে নেমে নাক ফাটে কিলিয়ান এমবাপের। চোট এতটাই গুরুতর যে ইউরোর আগামী ম্যাচ গুলো খেলা অনিশ্চিত এমবাপে। এদিন ৮৫ মিনিটের মাথায় অস্ট্রিয়ার ডিফেন্ডার ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফাটে এমবাপের। রক্তে ভিজে যায় জার্সি। এমবাপেকে তুলে নিতে চাইলেও রক্ত বন্ধ না হতেই মাঠে ফেরেন এমবাপে কিন্তু কিছু পরেই নাক চেপে বসে পড়েন। শেষমেষ এম্বুলেন্সে করে স্টেডিয়াম ছাড়েন এমবাপে।

নাকে অস্ত্রোপচার করা হয়েছে এমবাপেকে এমনটাই খবর। ফ্রান্সের কোচ দেশঁ বলেন, “আমি এখনও এমবাপের শারীরিক অবস্থা সম্পর্কে জানি না। তবে চোট খুব ছোট নয়। এখনই আমার পক্ষে বলা সম্ভব নয় এমবাপে কেমন আছে। চিকিৎসকেরা দেখছেন। তবে খুব ভাল অবস্থায় নেই। খুব বাজে ভাবে নাকে লেগেছে। এটা আমাদের জন্য ভাল খবর নয়। অবস্থা গুরুতর।”

এদিকে সোশ্যাল মিডিয়ায় এমবাপে পোস্ট করেন, “মুখোশ সম্পর্কে কারও কোনও ধারণা আছে?” ইউরো কাপে ফেরত মাঠে নামলে কি মাস্ক পড়ে খেলবেন, এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মাসের শুরুতেই রিয়াল মাদ্রিদে সই করেছেন এমবাপে।

ফ্রান্সের পরবর্তী ম্যাচ শুক্রবার। পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code