Mamata Banerjee: তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মমতা, আর কে কোথায়?

Mamata banerjee



তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টই আসনের মধ্যে ২৯টি আসন নিজেদের দখলেই রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। আজ নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদে তৃতীয় বৃহত্তম দল।

এদিনের বৈঠকে লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই রাখার সিদ্ধান্ত হয়। লোকসভা নির্বাচনে আবারও উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তৃণমূলের দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন মমতা-ই। এদিন বৈঠকে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে 'জায়ান্ট কিলার' বলে উল্লেখ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুদীপ লোকসভায় দলের নেতা থাবেন। মুখ্য হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের ভূমিকা পালন করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার হবেন কাকলি ঘোষ দস্তিদার। স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন পরবর্তীতে ঠিক হবে। পাশাপাশি, রাজ্যসভায় দলের নেতা হবেন ডেরেক ও'ব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক নাদিমুল হক। সুদীপ এবং ডেরেক আগেও লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের নেতা ছিলেন। পুনরায় তাঁদের উপরই ভরসা রাখলেন মমতা।



লোকসভায় কে কোন দায়িত্বে

তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন- মমতা বন্দ্যোপাধ্যায়
লোকসভায় দলের নেতা- সুদীপ বন্দ্যোপাধ্যায়
লোকসভার ডেপুটি লিডার- কাকলি ঘোষ দস্তিদার
লোকসভার চিফ হুইপ- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
রাজ্যসভায় দলের নেতা- ডেরেক ও'ব্রায়েন
রাজ্যসভার ডেপুটি লিডার- সাগরিকা ঘোষ
রাজ্যসভার চিফ হুইপ- নাদিমুল হক