Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bank Holiday: জুন মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখুন তালিকা

জুন মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখুন তালিকা 

Bank Holidays


২০২৪ সালের জুন মাসে ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে৷ এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন (রবিবার) এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে৷ রাজা সংক্রান্তি এবং ঈদ-উল-আযহার জাতীয় ছুটির মতো আঞ্চলিক ছুটির জন্যও বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কের শাখায় যাওয়ার আগে ছুটির সময়সূচি দেখে নিন।

জুন মাসে পাঁচটি রবিবার রয়েছে। ফলে এই মাসে একটি ছুটি অতিরিক্ত মিলতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে জুন মাসে সব মিলিয়ে গোটা দেশে মোট ১০ দিনের জন্য বেসরকারি এবং সরকারি খাতের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২ জুন রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

৮ জুন, মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৯ জুন রবিবার সাপ্তাহিক ছুটি। ৯ জুন তারিখ হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান রাজ্যে মহারানা প্রতাপ জয়ন্তীর কারণে ছুটি তবে রবিবার থাকায় সেই ছুটি 'নষ্ট' হবে সেই রাজ্যের ব্যাঙ্ককর্মীদের।

১৫ জুন, ওয়াইএমএ দিবস উপলক্ষে মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রাজা সংক্রান্তির জন্য ওড়িশাতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৬ জুন রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

১৭ জুন মিজোরাম, সিকিম ও অরুণাচলপ্রদেশ ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে বাকরি ইদ উপলক্ষে। 

১৮ জুনও ইদের ছুটি থাকবে জম্মু ও কাশ্মীরে। 

২২ জুন মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২৩ জুন রবিবার সাপ্তাহিক ছুটি। 

৩০ জুন রবিবার হিসেব সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code