এক্সিট পোলে এগিয়ে BJP, ২৯৫-র বেশি আসন পাবে INDIA, দাবি বিরোধীদের 

INDIA ALLIANCE


এক্সিট পোলে এগিয়ে BJP, ২৯৫ আসন জিতে সরকার গঠন করবে ইন্ডিয়া এমনই দাবি করছে ইন্ডিয়া জোটের শরিকরা। আজ যখন দেশের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার নির্বাচন হল এদিনই বিজেপি বিরোধী জোট বৈঠকে বসে। খড়্গের বাড়িতে শনিবার বসে সেই বৈঠকে। বৈঠকে কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল, প্রিয়ঙ্কার পাশাপাশি এনসিপি (শরদ) সভাপতি শরদ পওয়ার, আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জেএমএম নেত্রী কল্পনা সোরেনের মতো জোটের প্রথম সারির নেতানেত্রীরা হাজির ছিলেন। ডিএমকের তরফে ছিলেন টিআর বালু। কিন্তু তৃণমূলের কোনও প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।

আর সেই বৈঠকের পর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, '(বিজেপি) যে মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল করে দিতে চাইছে, সেটার বাস্তব দিকটা আমরা এই দেশের মানুষকে বলতে চাই। ইন্ডিয়ো জোট কমপক্ষে ২৯৫টি আসন পাবে। ২৯৫টির বেশি আসন পাবে ইন্ডিয়া জোট। সব নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা সেই সংখ্যাটা পেয়েছি।'

'ইন্ডিয়া'র বৈঠকের পরে বুথফেরত সমীক্ষা নিয়ে সিদ্ধান্ত বদলাল কংগ্রেস। শনিবার লোকসভা ভোটপর্ব শেষে বিভিন্ন টিভি চ্যানেলে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত বিতর্কে অংশ নেবেন 'ইন্ডিয়া'র সহযোগী দলগুলির প্রতিনিধিরা এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া জোট।

১৯ এপ্রিল থেকে ১ জুলাই। সময়ের হিসেবে আড়াই মাস। আর দফা? ৭। সারাদেশে চলল লোকসভা নির্বাচনে। ৭ দফায় ভোট হল বাংলায়। আজ, শনিবার ছিল শেষ দফা। ভোট গণনা মঙ্গলবার। সঙ্গে ফল ঘোষণা। সেদিনই জানা যাবে, দিল্লির মসনদে কে বসতে চলেছে? তার আগে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দেখা গেল মসনদে এগিয়ে বিজেপি। দিল্লীর মসনদে তা শেষমেষ কথা বলবে জনতার ভোট। ৪ই জুন পাওয়া যাবে স্পষ্ট উত্তর। এদিকে ইন্ডিয়া জোট বলছে ২৯৫ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী কে হবেন তার সিদ্ধান্ত হবে ৪ই জুন। এখন দেখার শেষমেষ কি হয়।