কবে হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ নিয়োগের পরীক্ষা?
পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। লোকসভা ভোটের আগেই প্রকাশিত হয়েছিল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের প্রায় ১২ লক্ষের বেশি চাকরিপ্রার্থী পদগুলির জন্য আবেদন জানিয়েছেন বলে খবর। উল্লেখ্য পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিতে কিছুটা বদল আনা হয়েছে। তবে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া অপরিবর্তিত রয়েছে। আবেদন গ্রহন হয়েছে এখন অধীর আগ্রহে পরীক্ষায় বসতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে প্রার্থীরা।
সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশ রিক্রুটমেন্ট -এর জন্য লিখিত পরীক্ষাগুলি আয়োজন হতে পারে আগস্ট মাস থেকে। যদিও এখনও বোর্ডের তরফে কোনো কিছু জানানো হয়নি। তবে লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর পরীক্ষা যে অনুষ্ঠিত হবে তা জানা। তবে এবার সূত্রের খবর অনুযায়ী আগস্ট মাস থেকে হতে পারে পরীক্ষা।
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার আয়োজন করা হবে এমনটাই খবর। পূর্ববর্তী মেন পরীক্ষার সিলেবাস অনুযায়ী মোট ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কলকাতা পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊