Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে ইংল্যান্ডকে রানের টার্গেট দিল ভারত

বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে ইংল্যান্ডকে রানের টার্গেট দিল ভারত 

T20 World Cup


টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। কিন্তু শুরুতেই বৃষ্টির জেরে পিছিয়ে যায় ম্যাচ। টসের সময় পিছিয়ে যায়। শেষমেশ মাঠ শুকিয়ে শুরু হয় খেলা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের আহ্বানে প্রথম ব্যাট করতে নেমে আজ মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপরেই ফেরেন পন্থ। ৪ রান করেই ফেরেন পন্থ। ইনিংসের গতি বজায় রাখেন রোহিত শর্মা। ৮ ওভার শেষে যখন দলগত রান ৬৫ তখন দুই উইকেট খুইয়ে ফেলেছে ভারত। বৃষ্টি হওয়ার কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টি থামলে মাঠ শুকিয়ে ফের শুরু হয় ম্যাচ।

এদিন দুর্দান্ত এক অর্ধশতরান হাঁকান অধিনায়ক রোহিত শর্মা। ৩৯ বলে ৫৭ রান করে আদিল রশিদের বলে আউট হন তিনি। এরপরেই ফেরেন রোহিতকে সঙ্গ দেওয়া সূর্য। ৩৬ বলে ৪৭ রান করেন তিনি। এরপর ২৩ রান করে দেরেন হার্দিক। এদিন ব্যর্থ হন দুবে। খালি হাতেই ফেরেন দুবে। ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন জাদেজা। ১০ রান করে ফেরেন অক্ষরও। জাদেজা করেন ১৭ রান। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারত।

ইংল্যান্ডের হয়ে টপ্লে, আরচার, কুরান ও আদিল রশিদ ১টি করে উইকেট নেন। তিনটি উইকেট নেন জর্ডন। টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে ইংল্যান্ডের সামনের ১৭২ রানের টার্গেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code