Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ind vs Eng: বদলা! ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

বদলা! ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

Ind vs Eng


টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে আজ ছিল বদলায় লড়াই। গতবার সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত এবারও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। কিন্তু ম্যাচের শুরুতেই বৃষ্টির কারণে পিছিয়ে যায় খেলা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তোলে ভারত।

এদিন কোহলি ৯ রান করে ফিরলেও অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মা হাফ সেঞ্চুরি হাঁকান। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচকে শ্বাস দেন সূর্য। করেন ৪৭। হার্দিক ২৩, জাদেজার ১৭ রানে ভর করে ১৭১ রান তোলে ৭ উইকেট হারিয়ে। তিনটি উইকেট একাই নেন জর্ডন। একটি করে উইকেট নেন টপ্লে, আর্চার, কুরান ও রশিদ।

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হন ওপেনার সল্ট। বাটলারের ২৩ ও ব্রুকের ২৫ রানের ইনিংস ইংল্যান্ডকে লড়াই জারি রাখতে সাহায্য করলেও একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষে কিছুটা খেলেন আর্চার, তিনি করেন ২১। শেষমেষ ১০৩ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৩টি উইকেট নেন কুলদীপ ও অক্ষর। ২টি উইকেট নেন বুমরাহ। ৬৯ রানে দুর্দান্ত জয় ভারতের। 


জয়ের সাথে সাথেই টি২০ বিশ্বকাপের আসরে ফাইনালে পৌঁছে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের লড়াই এবার ভারতের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code