মৎস্যজীবীদের পরিচয় পত্র প্রদান

Fisherman indentity Card


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

মৎস্যজীবীদের পরিচয় পত্র প্রদান করল গোহ গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার পঞ্চায়েতের ৭৯ জন মৎস্যজীবীকে রাজ্য সরকারের, পেশাগত পরিচয় পত্র প্রদান করল গোলসি ২ ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত। এদিন দুপুরে পঞ্চায়েতে এসে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে মৎস্যজীবী পরিচয় পত্র পেয়ে খুশি এলাকার মৎস্যজীবীরা।

রাজ্য সরকারের একটি নির্দেশিকা বলা হয়েছে রাজ্য সরকারের পেশা গত পরিচয় পত্র ছাড়া সরকারের কোন সুযোগ-সুবিধা পাবেন না মৎস্যজীবীরা । ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ জেলাতে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা।

আর সেই অনুযায়ী পরিচয় পত্র প্রদানের কাজও শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। প্রশাসন সূত্রে খবর, এই সিদ্ধান্ত একবার লাগু হয়ে যাওয়ার পর তা কড়াভাবে মেনে চলা হবে।

রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার একটা বড় অংশের মানুষ এই মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত। রাজ্য সরকারের মৎস্যজীবী পরিচয় পত্র না থাকলে যেচরম সমস্যায় পড়বে এই জেলার মানুষ তা বলার নয়। সেই কারণেই রাজ্য সরকারের সুযোগ সুবিধা থেকে যাতে এই এলাকার মানুষ বঞ্চিত না হয় সেই কারণে এলাকার মৎস্যজীবীদের হাতে পরিচয় পত্র তুলে দিল গো গ্রাম পঞ্চায়েত। গোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন মৎস্যজীবী পরিচয় পত্র পাওয়ার ফলে মৎস্যজীবীদের কে রাজ্য সরকারের দেওয়া জাল হাড়ি এবং নানা ধরনের মাছের চারা প্রদান করা হয় যদি কোন মৎস্যজীবীর এই সংক্রান্ত পরিচয় পত্র না থাকে সেই সমস্ত মৎস্যজীবীদের এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে।