IND vs BAN: ম্যাচের সেরা, বাংলাদেশের বিরুদ্ধে নতুন রেকর্ডও গড়লেন হার্দিক

Hardik Pandey


বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন হার্দিক পান্ডিয়া। এদিন সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে যেমন সেঞ্চুরি হাঁকালেন তেমনি বল হাতেও নিলেন একটি উইকেট। এই পারফরম্যান্স করার জন্য ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন। একইসঙ্গে নতুন রেকর্ডও গড়লেন রোহিতের ডেপুটি।

এদিন প্রথম ব্যাটিং করতে নেমে ১৯৬ রানের ইনিংস গড়ে ভারত আর সেই ইনিংস গড়তে ২৭ বলে ঝোড়ো অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। ১৮৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি।

আবার বল হাতে লিটন দাসের উইকেট তুলে নেন হার্দিক। এই টুর্নামেন্টের ইতিহাসে মোট ২১ ম্যাচে ১৩ ইনিংসে দুটি অর্ধ শতরান সহ ৩০২ রান করেছেন হার্দিক। সর্বোচ্চ ৬৩। আর বল হাতে মোট তুলে নিয়েছেন ২১ উইকেট। ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেওয়া।

হার্দিকের আগে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে ৩৪ ম্যাচে ৩৯ উইকেট ও ৫৪৬ রান রয়েছে। বাংলাদেশের শাকিব আল হাসান ৪২ ম্যাচে ৫০ উইকেট ও ৮৫৩ রান করেছেন। ডোয়েন ব্র্যাভো ২৭ ম্যাচে ২৭ উইকেট ও ৫৩০ রান করেছেন। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ২৪ ম্যাচে ২২ উইকেট ৫৩৭ রান করেছেন।