জল-কাদায় ভরে স্কুল মাঠ, অবাধ গরু পালন, স্কুল শিক্ষকদের ঘিরে বিক্ষোভ অভিভাবক অভিভাবকাদের
একেই দীর্ঘ সময় ছিল স্কুল বন্ধ। স্কুল খুলতেই এবার শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবক ও স্থানীয়রা। পড়ুয়া নয়, লাগাতার বৃষ্টিতে ধুপগুড়ির স্কুল শিক্ষকদের একাংশ স্কুলমুখী হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে।
একদিকে সঠিক সময়ে স্কুলে না আসা অন্যদিকে স্কুল মাঠে অবাধে গরু পালন, সঠিকভাবে মিড ডে মিল না মেলা, বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ছাড়াও আরও একাধিক দাবিতে এবার দুই স্কুল শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় ও অভিভাবকরা। সেদিন ধুপগুড়ি মহাকুমার মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরমারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং পশ্চিম মাগুরমারী জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। একেই তো বর্ষাকাল, জল কাদায় ভরে গেছে স্কুল মাঠ। অন্যদিকে সেই মাঠেই অবাধে চলছে গরু পালন। যার ফলে এক দিকে বাচ্চাদের খেলার জায়গা বন্ধ অন্যদিকে কর্দমাক্ত এবং গো-মলে ভরা সেই মাঠে যেকোনো সময় ছোট বাচ্চাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে গরু।
শুধু তাই নয় অভিযোগ পশ্চিম মাগুরমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বাচ্চাদের সঠিকভাবে মিড ডে মিল দেওয়া হয় না। অভিভাবকদের অভিযোগ বর্ষা আসতেই স্কুলে শিক্ষকদের উপস্থিতির হার কম।ঠিক সময় মত স্কুল শিক্ষকরা স্কুলে আসতে চাইছে না।এর ফলে ভুক্তভোগী হচ্ছে পড়ুয়ারা। যদিও ঘটনার কথা অস্বীকার করেন পশ্চিম বাংলার জুনিয়র হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাদ্রি ভট্টাচার্য।
তিনি বলেন একজন ডি গ্রুপের কর্মীর মা ভীষণ অসুস্থ তাই তিনি স্কুলে সঠিক সময়মতো আসছেন না। অন্যদিকে পশ্চিম মাগুরবাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এর সহকারী শিক্ষক জানান সমস্ত বিষয় খতিয়ে দেখে খুব শীঘ্রই সঠিক পদক্ষেপ নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊